দুর্গাপুর পৌরসভা উপ নির্বাচনের প্রচারণা শেষ, এবার হিসাব কষার পালা

image-here

ডিএনবি নিউজ ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনের প্রচারণা শেষ, এবার হিসাব কষার পালা, ১২ জানুয়ারী বৃহস্পতিবার ভোটগ্রহন ৩ প্রার্থীর মধ্যে যিনি ভোটারদের মন জয় করতে পারবেন তিনিই হবেন আগামী ৩ বছরের জন্য পৌরপিতা।
ভোটারদের মধ্যে চলছে নানা গুঞ্জন,কাকে বাছাই করে নিবেন তারা। যারা প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা মো. আবদুস ছালাম (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রক্তন মেয়র শুভেন্দু সরকার পিন্টু (নারিকেল গাছ) ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ আবদুল মান্নান (হাতপাখা)।
এদিকে অভিজ্ঞ মহল এবং সাধারন ভোটাররা বলছেন ভোটের লড়াই হবে ত্রি-মুখি । এবার মেয়র নির্বাচিত হবেন খুব কমভোটে।
পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন পুরুষ ভোটার ১০,০৬৬ জন ও মহিলা ভোটার ১০,৭১৫ জন। এবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ। উল্লেখ্য: গত ১৯ অক্টোবর ২০২২ দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মৃত্যবরণ করায় শুন্য পদে আগামী ১২ জানুয়ারি ২০২৩ উপণ্ডনির্বাচন ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন। সেই লক্ষে আগামী বৃহস্পতিবার উপণ্ডনির্বাচনের ভোট গ্রহন।