৬৩ দেশে ইরানের ন্যানো পণ্য রপ্তানি: আমেরিকা-ইসরায়েলকে কঠিন শিক্ষা দিয়েছে ইয়েমেন

ইরানের তৈরি ন্যানো পণ্য বর্তমানে ৬৩টি দেশে রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির ন্যানো ও মাইক্রো প্রযুক্তি উন্নয়ন দপ্তরের সচিব ইমাদ আহমদওয়ান্দ।

ডিএনবি নিউজ আন্ত: ডেস্ক:

গতকাল (শনিবার) তেহরানে অনুষ্ঠিত ১৬তম আন্তর্জাতিক ন্যানো প্রযুক্তি প্রদর্শনীতে তিনি সাংবাদিকদের জানান, ফার্সি ১৪০৩ সালে (২০২৪-২৫ সাল) বিশ্বের ৬৩টি দেশে প্রায় ১৮৩ মিলিয়ন ডলারের ন্যানো পণ্য রপ্তানি করা হয়েছে। ইরানের ন্যানো রপ্তানির প্রধান গন্তব্য দেশগুলোর মধ্যে ইরাক, তুরস্ক, ভারত, ভেনেজুয়েলা, পাকিস্তান ও রাশিয়ার অংশই সবচেয়ে বেশি।

তিনি আরও বলেন, গত নয় বছরে ইরানে উৎপাদিত ন্যানো ওষুধ আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া পেয়েছে।

আহমদওয়ান্দ উল্লেখ করেন, ফার্সি ১৪০৩ সালে (২০২৪-২৫ সাল) ২৪ মিলিয়ন ডলারের বেশি ন্যানো-ক্যাটালিস্ট রাশিয়া, তুরস্ক, ইরাক ও উজবেকিস্তানে রপ্তানি হয়েছে— যা আগের বছরের তুলনায় প্রায় তিন গুণ বেশি।

ক্যারিবিয় অঞ্চলে আমেরিকার অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা রাশিয়ার

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্যারিবীয় সাগরে কথিত ‘মাদকবিরোধী অভিযান’-এ অতিরিক্ত সামরিক শক্তি প্রয়োগ গভীরভাবে নিন্দনীয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়া ভেনেজুয়েলার বৈধ সরকারের প্রতি সমর্থন জানায় এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলকে শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রক্ষা করার আহ্বান জানায়।

ইসরায়েলের যেকোনো ভুলের কঠোর জবাব দেওয়া হবে: ইরাকি রাজনীতিক

ইরাকের ‘কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক জোট’-এর নেতা ইসাম শাকের বলেছেন, ইসরায়েল যদি ইরাকের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালায়, তার জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

তিনি আরও বলেন, ইরাক তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপস করবে না।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সামরিক যোগাযোগ চ্যানেল স্থাপনে চুক্তি

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগস ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক উত্তেজনা কমানো এবং সম্ভাব্য সংঘাত প্রতিরোধের লক্ষ্যে সামরিক যোগাযোগ চ্যানেল স্থাপনে একমত হয়েছে।

তিনি জানান, দুই দেশের কর্মকর্তারা শিগগিরই এই যোগাযোগ ব্যবস্থার কাঠামো নিয়ে অতিরিক্ত বৈঠক করবেন।

আমরা ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা চাই না: আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত এবং ইসরায়েলের যেকোনো শত্রুতাপূর্ণ আচরণের সম্ভাবনা বিবেচনা করছি। আমেরিকার অনুমোদন ছাড়া ইসরায়েল কখনোই ইরানের ওপর হামলা চালাতে পারত না। নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং সে প্রমাণ করেছে যে, ইসরায়েলই এ অঞ্চলের প্রকৃত শত্রু।”

তিনি আরও বলেন, “আমরা ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা করতে আগ্রহী নই; পরোক্ষ আলোচনার মাধ্যমেও আমরা সমঝোতায় পৌঁছাতে পারি।”

‘পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ’

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিউএ) এক বিবৃতিতে জানিয়েছে, গত মাসে (অক্টোবর) তারা পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার সবচেয়ে সহিংস সময় প্রত্যক্ষ করেছে, যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

সংস্থাটি সতর্ক করে বলেছে, যয়তুন কাটার মৌসুমে এই হামলাগুলোর বৃদ্ধি বহু ফিলিস্তিনি পরিবারের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলেছে।

ট্রাম্পের হুমকি: নাইজেরিয়ায় সামরিক হামলার আশঙ্কা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার “ট্রুথ সোশ্যাল” প্ল্যাটফর্মে লিখেছেন: “যদি নাইজেরিয়া সরকার খ্রিস্টানদের হত্যাকাণ্ড চলতে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র অবিলম্বে দেশটিতে সব ধরনের সাহায্য বন্ধ করবে।”

তিনি আরও সতর্ক করেছেন, পরিস্থিতি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে, যাতে এই ভয়াবহ অপরাধে জড়িত সন্ত্রাসী গোষ্ঠীগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়।”

আমেরিকা ও ইসরায়েলকে কঠিন শিক্ষা দিয়েছি: ইয়েমেনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

ইয়েমেনের “পরিবর্তন ও পুনর্গঠন সরকার”-এর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ মিফতাহ বলেছেন, “ইয়েমেন- আমেরিকা ও ইসরায়েলিদের সঙ্গে লড়েছে এবং তাদের কঠিন শিক্ষা দিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “আমেরিকা যখন জোট, সাবমেরিন, বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান ও ডেস্ট্রয়ার পাঠিয়ে অঞ্চলে প্রবেশ করেছিল, শেষ পর্যন্ত তারা অপমানিত হয়ে সমুদ্র থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে।”

ইসরায়েলের নতুন হামলা: দক্ষিণ লেবাননে চারজন নিহত

লেবাননের “আল-মায়াদিন” টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার দোহা কাফররমান এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন।#

সূত্র: পার্সটুডে