যুদ্ধবিরতি চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছেছে লেবানন ও ইসরাইল
ডিএনবি নিউজ আন্তঃ ডেস্ক।
মার্কিন মধ্যস্থতায় লেবানন এবং ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির শর্তের ব্যাপারে একমত হয়েছে বলে খবর বেরিয়েছে। আমেরিকার কয়েকজন সরকারি কর্মকর্তা এবং ইসরাইলি সূত্র মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওসকে জানিয়েছে, চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে।
তারা বলেছেন, “আমরা মনে করি আমাদের হাতে একটি চুক্তি আছে। আমরা একেবারেই গোল লাইনে রয়েছি কিন্তু আমরা তা এখনো পাস করতে পারিনি। মঙ্গলবার ইসরাইলি মন্ত্রিসভায় চুক্তিটি অনুমোদন করতে হবে এবং তার আগ পর্যন্ত যেকোনো কিছুই ভুল হতে পারে।”
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ পর্যায়ের উপদেষ্টা অ্যামোস হোসেচটিন বলেন, তিনি মনে করেন, শিগগিরই লেবাননে যুদ্ধবিরতি হবে। এছাড়া, ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গতকাল বলেছেন, কয়েক দিনের মধ্যেই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যেতে পারে।
এদিকে, লেবাননের চারজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, “ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন আজ (মঙ্গলবার) যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেবেন। তবে এ ব্যাপারে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। গত বুধবার হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছিলেন, তারা মার্কিন সরকারের তৈরি করা যুদ্ধবিরতি প্রস্তাবের খসড়া পর্যালোচনা করে এ ব্যাপারে তাদের মতামত দিয়েছেন। এখন বিষয়টি ইসরাইল এবং নেতানিয়াহুর ওপর নির্ভর করছে। তবে হিজবুল্লাহ আলোচনার পাশাপাশি যুদ্ধ অব্যাহত রাখবে।
# সূত্র: পার্সটুডে