ভারতের উত্তর প্রদেশের সম্ভলের শাহী মসজিদে হত্যার দায় যোগী সরকারের: অখিলেশ যাদব
ভারতের উত্তর প্রদেশের সম্ভলের শাহী জামে মসজিদ সমীক্ষা নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে ৩ জন নিহত ও ৩০ জন আহত হওয়ার ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারকে দায়ী করেছেন বিধানসভার বিরোধী দলনেতা অখিলেশ যাদব।
হরিহর মন্দির ভেঙে শাহী মসজিদ নির্মাণ করা হয়েছে এ অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শংকর জৈনের করা একটি মামলার দ্বিতীয় দফায় তদন্তে গেলে গতকাল সাধারণ মুসলমানরা তদন্ত কর্মকর্তাদের মসজিদে প্রবেশে বাধা দেয়। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে ঐ হতাহতের ঘটনা ঘটে।
সমাজবাদী পার্টি (এসপি)-র প্রধান অখিলেশ যাদবের অভিযোগ, উপনির্বাচনের অনিয়ম থেকে নজর ঘোরাতেই ওই সম্ভলের মসজিদে তদন্ত দল পাঠানো হয়েছে। তিনি বলেন, আগেও মসজিদে তদন্ত দল পাঠানো হয়েছে। তারা সমীক্ষা করেছেন। তা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছিল। তারপরও গতকাল আবার কেন সেখানে তদন্ত দল পাঠানো হলো?
অখিলেখ যাদব এক সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘সম্ভলে যা ঘটছে তা অত্যন্ত গুরুতর। প্রশাসন ইচ্ছাকৃতভাবে ওই তদন্ত দল পাঠিয়েছিল। যাতে একটা গোলমাল হয়।
উল্লেখ্য, এর আগে বাবরি মসজিদ-রাম মন্দির নিয়ে তীব্র সংঘাত হয়,তারপর নতুন করে বিতর্ক শুরু হয়েছে বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে আর এবার সম্ভলের শাহী জামা মসজিদ নিয়ে সংর্ষের ঘটনা ঘটল। গল্প সেই একই-মন্দির ভেঙে মসজিদ বানানোর অভিযোগ।
হরিহর মন্দির ভেঙে মুঘল সম্রাট বাবর ১৫২৯ সালে মসজিদ তৈরি করেন বলে দাবি করেন মামলার বাদি সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শংকর জৈন। ঐ মামলার পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেয় আদালত। এর আগে ১৯ নভেম্বর প্রথম দফার তদন্ত শেষে গতকাল দ্বিতীয় দফার তদন্তে সেখানে যান সরকারি কর্মকর্তারা। আর তখন মুসল্লিরা মসজিদে ঢুকতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। বিষয়টি নিয়ে আগে থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
পুলিশ বলেছে, রোববার প্রায় তিন শধাধিক মানুষ একত্রিত হয়ে তদন্ত কর্মকর্তাদের মসিজদে প্রবেশে বাধা দেয় ও ইট নিক্ষেপ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে। পুলিশ তখন কাঁদানে গ্যাস ছোঁড়ে। যদিও মসজিদের ইমাম বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। এর পরেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন পুলিশকর্মী।
# পার্সটুডে