
দুর্গাপুরে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই
ডিএনবি নিউজ ডেস্ক:
নেত্রকোনার দুর্গাপুরে অগ্নিকান্ডে একটি বসত ঘরের আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাঁও গ্রামের হায়দার আলীর ছেলে সোহাগ হাসান বাপ্পির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সোহাগ হাসান ঘরের ভিতর মোমবাতি জ্বালিয়ে পাশের বাসায় খাবার খাওয়ার জন্য গিয়েছিলেন। কিছুক্ষণ পর দেখতে পান তাঁর ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। মুহুর্তের মধ্যে আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নেভানো সম্ভব হয়নি। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে হতাহতের কেনে ঘটনা ঘটেনি।
সোহাগ হাসান বাপ্পি বলেন, ঘরের ভিতর মোমবাতি জ্বালিয়ে রাতের খাবার খাওয়ার জন্য পাশের বাড়িতে গিয়েছিলাম। হঠাৎ করে একজন বলতে থাকে আমার ঘরে আগুন লেগেছে। সাথে সাথে ডাকচিৎকার দিলে সবাই এগিয়ে এসে আগুন নিভানোর জন্য প্রাণপণে চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। ঘরের ভিতরে থাকা আসবাবপত্র সহ কেনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আমার সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বাপ্পি।
দুর্গাপুর ফায়ার স্টেশন লিডার মঞ্জুল ফরাজী জানান, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরের ভিতর আগুন জ্বলছে। সে অবস্থায় আমরা কাজ শুরু করি। গাড়িতে থাকা পানি শেষ হলে পুনরায় অন্য জায়গায় থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনি। মোমবাতির আগুন থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।